বুধবার, ২৯ মার্চ ২০২৩
নিউইয়র্ক -প্রথম আলো

নাসা গ্লোবাল চ্যাম্পিয়ন টিমকে বাইটপোর সংবর্ধনা

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৩:৪৬

বাইটপোর অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নাসা গ্লোবাল চ্যাম্পিয়ন টিম। ছবি : সংগৃহীত ভার্জিনিয়ার উডব্রিজে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নাসা গ্লোবাল চ্যাম্পিয়ন টিমকে উঞ্চ অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশি আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন(বাইটপো)। ১৫ মার্চ বুধবার নাসা গ্লোবাল টিম  চ্যাম্পিয়নের দুটি গ্রুপ চ্যাম্পিয়ন ২০১৮ টিম লিড অলিক ও চ্যাম্পিয়ন ২০২১ টিম লিড মহাকাশের নেতৃত্ব বর্তমানে ওয়াশিংটন ডিসিসংলগ্ন ম্যারিল্যান্ডে নাসা  হেডকোয়ার্টার ভ্রমণ রয়েছেন। নাসা প্রতিবছর সারাবিশ্বে এ প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশ ২০১৮, ২০২১ এবং ২০২২ এ  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। বর্তমানে ২০১৮ ও ২০২১ এর টিমকে নাসার হেডকোয়ার্টারে ভ্রমণ ও সংবর্ধনার আয়োজন করে।

দেশের মুখোজ্জ্বল করা এ কৃতি ক্ষুদে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের টিমকে সংবর্ধনা প্রদানে বাইটপো এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। বাইটপোর অন্যতম সদস্য ও আইটি বিশেষজ্ঞ স্যাম রিয়া সংগঠনের পক্ষে ফুল দিয়ে দুটো টিমের প্রধান মাহদী ও সুমিতকে বরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, বিশিষ্ট কমিউনিটিব্যক্তিত্ব মাজহারুল হক, বেস্ট’র চেয়ারম্যান ড. ফয়সাল কাদের, লাভ শেয়ার বিডির জাহিদ মলি, বিশিষ্ট রিয়েলটর তুহিন ইসলাম, ডাটাএন টেক’র সিইও শিরিন আকতার, বিশিষ্ট রিয়েলটর ও বাংলাদেশি-আমেরিকান ফাউন্ডেশন ইন্কের (বাফি) প্রেসিডেন্ট হাসান চৌধুরী,  প্রিয়বাংলার প্রধান প্রিয়লাল কর্মকার, আইটি বিশেষজ্ঞ ও কবি মিজানুর রহমান ভুইয়া, বিশিষ্ট রিয়েলটর দিন খালেদ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি সিএফও  ফারহানা হানিফ, বিশিষ্ট শিল্পী ও আইটি বিশেষজ্ঞ লাবণী কাদের, আইটি বিশেষজ্ঞ খুরশিদ সাব্বির। বক্তরা বলেন, নাসার মতো সংস্থা তাদের বিশেষ সন্মানে ভুষিত করছে। বাংলাদেশের উচিত এসব মেধাবীকে দেশের উন্নয়নে কাজে লাগানো। নেতৃবৃন্দ বাইটপোকে মেধাবীদের সংবর্ধনা প্রদানে অশেষ ধন্যবাদ জানান। বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ বলেন, এই মেধাবীদের কেবল সংবর্ধনা দিলেই চলবে না, তাদের রাষ্ট্র ও সমাজের কাজেও লাগাতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

কোলাহল ও বায়োস্কপের যৌথ উদ্যোগে শর্ট ফিল্মস ফেস্টিভ্যালের ঘোষণা

স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ

শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অপটিমিস্টসের সৌজন্য সাক্ষাৎ 

যুক্তরাষ্ট্র বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

স্বাধীনতা দিবসে বাংলাদেশ সোসাইটির আলোচনা ও দোয়া মাহফিল

বন্দুকধারীদের গুলিতে নিহত ১৭৫ জন

লাল-সবুজের ভালোবাসায় মাখানো স্বাধীনতা দিবস

 
 
সম্পাদক: ইব্রাহীম চৌধুরী | Editor: Ibrahim Chowdhury