বুধবার, ২৯ মার্চ ২০২৩
নিউইয়র্ক -প্রথম আলো

স্মার্ট টেক আইটি সলিউশন স্কুলে বুট ক্যাম্প কর্মশালা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৪
বুট ক্যাম্প কর্মশালায় এওয়ার্ড হস্তান্তর পর্ব । ছবি : সংগৃহীত সুনামধন্য আইটি প্রতিষ্ঠান স্মার্ট টেক আইটি সলিউশন স্কুল ক্যাম্পাসে হয়ে গেল তিনদিন ব্যাপী বুট ক্যাম্প কর্মশালা। সম্প্রতি যারা কোর্স সম্পন্ন করেছেন এবং যারা জব এর জন্য মার্কেটে আছেন তাদের জন্য ছিল স্মার্ট টেকের উদ্যোগ। লাইভ ও অনলাইনে প্রতিদিন প্রায় ১৪ শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। স্মার্ট টেক প্রতিদিন স্টুডেন্টদের জন্য ফ্রুট, কপি, স্নেক্স ও রাতের ডিনারের ব্যবস্থা করে।
 
সমাপনী অনুষ্ঠানে স্টুডেন্টদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও সম্প্রতি যারা জব পেয়েছেন তাদেরকে মেডেল প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ, টাইম টিভির সিইও আবু তাহের, টিভিএন২৪ এর হেড অব মার্কেটিং এ.এফ মিজবাহ-উজ-জামান, আইবিটিভির মি. হাসান, এটিএন বাংলার টিভি রিপোর্টার কানু দত্ত, প্রিন্ট মিডিয়া ঠিকানার পত্রিকার প্রতিনিধি।
 
অনুষ্ঠানে টিবিএন২৪ ও টাইম টিভিকে বাংলাদেশি কমিউনিটি ডেভলপমেন্ট ও স্মার্ট টেককে সাপোর্ট করার জন্য এওয়ার্ড প্রদান করা হয়। টাইম টিভির সিইও আবু তাহের এবং টিভিএন২৪ এর হেড অব মার্কেটি মি. রহমানকে এই এওয়ার্ড হস্তান্তর করা হয়। আগত অতিথিদের মধ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর প্রেসিডেন্ট শাহ শহীদুল হক তার বক্তব্যে বলেন, স্মার্ট টেক বর্তমানে একটি অত্যন্ত পরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান।
 
বিদেশের মাটিতে মানুষ গড়ার কারিগর, তারা শুধু বাঙালী কমিউনিটিকে উন্নত করছে না সাথে সাথে বাংলাদেশকেও সমৃদ্ধ করছে। টাইম টিভির সিইও আবু তাহের ও টিভিএন২৪ এর হেড অব মার্কেটিং এ.এফ মিজবাহ-উজ-জামান তাদের বক্তব্যে বলেন স্মার্ট টেক কোন ফি ছাড়া স্টুডেন্টদের তিনদিনব্যাপী এই পোগ্রাম তাদের মধ্যে কেন্ডিডেট তৈরি করবে যা জব পাওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক হবে।
 
স্টুডেন্টদের মধ্যে থেকে সবাই এই বুট ক্যাম্পাস কর্মশালার প্রশংসা করেছেন। এই পোগ্রাম তাদের জব পাওয়ার ক্ষেত্রে সফলতা বয়ে আনবে। প্রতিষ্ঠানের সিইও সারওয়ার আহমেদ বলেন, নতুন বছর শুরুতে এই বুট ক্যাম্প ছিল আমাদের পক্ষে থেকে স্টুডেন্টদের জন্য নববর্ষের উপহার তারা অত্যন্ত কনফিডেন্ট এই জন্য যে জব পাওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম অত্যন্ত জরুরি।
 
প্রতিষ্ঠানের পরিচালক  আব্দুস ছোবহান ও সাইদুর রহমানসহ সকলে সিইও এর বক্তব্যে একাত্ম ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে গ্রেন্ট ডিনার সঙ্গীত পরিবেশন করেন স্মার্ট টেকের স্টুডেন্টবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

কোলাহল ও বায়োস্কপের যৌথ উদ্যোগে শর্ট ফিল্মস ফেস্টিভ্যালের ঘোষণা

স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ

শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অপটিমিস্টসের সৌজন্য সাক্ষাৎ 

যুক্তরাষ্ট্র বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

স্বাধীনতা দিবসে বাংলাদেশ সোসাইটির আলোচনা ও দোয়া মাহফিল

বন্দুকধারীদের গুলিতে নিহত ১৭৫ জন

লাল-সবুজের ভালোবাসায় মাখানো স্বাধীনতা দিবস

 
 
সম্পাদক: ইব্রাহীম চৌধুরী | Editor: Ibrahim Chowdhury