
তিন পর্বের ফোবানার কিক অব গালার শুভ সূচনা করেন কনভেনর হাসমত মোবিন। ৩৭তম ডালাস ফোবানার হোস্ট বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট)।
কনভেনর হাসমত মোবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোবানা চেয়ারম্যান এহসান চৌধুরী হিরো, ফোবানার ভাইস চেয়ারম্যান মাসুদ রব, জয়েন্ট সেক্রেটারি আবীর আলমগীর, ফোবানার কোষাধ্যক্ষ ডা. মানিক, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি নাহিদুল খান সাহেল, ৩৭তম ফোবানার মেম্বার সেক্রেটারি সামসুদ্দোহা সাগর। এছাড়া বক্তব্য রাখেন ফোবানার এডভাইজার নুরুল আমিন, রবিউল করিম বেলাল, মোহাম্মদ আলমগীর।
ফোবানার সাবেক চেয়ারম্যানের মধ্যে ডিউক খান,রেহান রেজা, শাহ হালিম। ফোবানার এক্জিকিউটিভ চেয়ারম্যান এহসান চৌ: ফোবানার এক্সিকিউটিভ মেম্বারদের ও ৩৭তম হোস্ট কমিটিকে পরিচয় করিয়ে দেন। তিনি বক্তব্য বলেন, ফেবানা একটি সমন্বিত পরিবার। উত্তর আমেরিকায় ফোবানা প্রবাসীদের মুখপাত্র হিসেবে কাজ করবে। আমরা নানা চ্যারিটেবল কাজে ফোবানাকে সম্পৃক্ত করেছি।
কনভেনর হাসমত মেবিন বলেন, টেক্সাসের জন্য ৩৭তম ফোবানা শহরের ৪র্থ ফোবানা, আমরা সকলকে নিয়েই এটা সফল করব। আপনারা ডালাসে নতুনত্ব দেখতে পারবেন। আমরা নতুন প্রজন্মদের সম্পৃক্ত করব।
ভাইস চেয়ারম্যান মাসুদ রব বলেন, ফোবানার ঐক্য চির অটুট, এটা সকলের প্লাটফর্ম। সাবেক চেয়ায়ম্যান রেহান রেজা বলেন,ফোবানার স্কলারশিপ দেশে-বিদেশে বিস্তৃত ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি নাহিদুল খান বলেন, ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার কারণ নেই, এটা ৩৬ বছরের সফলতার ফসল। আটলান্টা সব সময় ফেবানাকে সবোর্চ্চ সাপোর্ট করে, তা করে যাবে। ফোবানার জয়েন্ট সেক্রেটারি মিডিয়াব্যক্তিত্ব আবীর আলমগীর বলেন, ৩৭তম ফোবানায় আপনারা নিউইয়র্কের অকুণ্ঠ সাপোর্ট পাবেন।
৩৭তম ফোবানার মেম্বার সেক্রেটারি সামসুদ্দোহা সাগর বলেন, আমরা ডালাস, অস্টিন,হিউষ্টন, প্লানো সব শহরকে নিয়ে ডালাস ফোবানা করব। ভেন্যু সকলের পছন্দ হওয়াতে আমরা আনন্দবোধ করছি। আপনারা সকলকে নিয়ে আসবেন। আরও বক্তব্য রাখেন মাই টিভির গোলাম পারভেজ ও প্রথম আলোর জুয়েল সাদত।
দ্বিতীয় পর্বের ফান্ড রাইজিংয়ের জন্য সকলকে মঞ্চে আহ্বান জানান ফোবানার এক্স চেয়ারম্যান শাহ হালিম। শাহ হালিমের পরিচালনায় ফান্ড রাইজিংয়ে সকলের স্বতঃস্ফূর্ততা প্রতিশ্রুতি পাওয়া যায়। তাকে সহযোগিতা করেন জেসমীন ওয়াদুদ রুপালী, রাহী ইয়াহিয়া ও ফয়েজ আরিফ। ৩৭তম ডালাস ফোবানা নিয়ে স্পন্সর ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একটি স্বতঃস্ফূর্ততা দেখা যায় ।
তৃতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন আর জে রাহি ইয়াহিয়া ও ফারহানাজ রেজা। গান পরিেবশন করে ওয়াফিল আউয়াল, ফাহানা হোসেন লিপি,মাফিয়া রহমান মিথি, অনন্যা ও লিমন। নাচ পরিবেশন করে শায়েনা মোবিন ও সামেরা ওয়াদুদ (রোশনি)। সাউন্ড ও প্রজেকশনে ছিলেন রেজা রহমান।
ইন্দোপার্ক ব্যাংকুয়েট হলের বিশাল হলরুমে নানা রকম এপিটাইজার ও সুস্বাদু খাবারের ব্যবস্থা করেন ৩৭তম ডালাস ফেবানার হোস্ট কমিটি বান্ট। কিক অব গালার আগে নানা শহরের ফোবানার নেতৃবৃন্দর জন্য ছিল ৩৭তম ফোবানার মেম্বার সেক্রেটারি সামসুদ্দোহা সাগরের বাসায় দুপুরের খাবার ও ভেন্যু পরিদর্শন। আরভিং কনভেশন সেন্টারের বিশাল হলরুম ও নানা সুযোগ-সুবিধ ৩৭ তম ফোবানার বাড়তি আকর্ষণ।