যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে সরস্বতী পূজা অনুষ্টিত হয়েছে। জানা গেছে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা ডেট্রয়েট, ওয়ারেন, হ্যামট্রাম্যাকসহ বিভিন্ন স্থানে বিদ্যাদেবীর পূজা অর্চনাসহ পালন করেছেন।
দুর্গা মন্দির: ডেট্রয়েটে অবস্থিত দুর্গা মন্দিরে ২৬ জানুয়ারি তিথিমত সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পূজা, বেলা সাড়ে ১২টায় পুষ্পাঞ্জলি, বেলা ১টায় শিশুদের হাতেখড়ি ও বেলা দেড়টায় ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভক্তরা মন্দিরে আসেন, আগের দিন ২৫ জানুয়ারী বুধবার মিশিগানে তুষারঝড়সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। অন্যান্য বারের মতো সপ্তাহান্তে ২৮ জানুয়ারী মন্দিরে আবার পূজা উদযাপন করা হয়।
এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে ছিল শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, গান ও নাচের প্রতিযোগিতা। সকল প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা অংশ গ্রহণ করেন।