
কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়াকে কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতা বলা যায় না বলে মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা। সুইডেনে বারবার এই ধরনের ঘটনা ঘটছে দাবি করে তারা বলেন, এ ধরনের ঘটনা বন্ধ করতে সারা বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কূটনৈতিকভাবে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে মুসলিম দেশগুলোকে এই ক্ষেত্রে বড় ভূমিকা নেয়ার আহ্বান জানান তারা।
সমাবেশ চলার সময়ই পাঁচ জনের একটি প্রতিনিধি দল সুইডিশ দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেয়। এই সময় দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তা আশ্বস্ত করেন তাদের দেশের সরকার ও এই ধরনের ঘৃন্য কাজের সমর্থন করেন না অচিরেই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।