বুধবার, ২৯ মার্চ ২০২৩
নিউইয়র্ক -প্রথম আলো

ঢাবি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র একুশ উদযাপনের প্রস্ততি সভা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২০:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ, এস, এ ইন্ক এর উদ্যোগে সম্মিলিত মহান একুশ উদযাপনের চূড়ান্ত প্রস্ততি সভা ২৭ জানুয়ারি শুক্রবার এলমহাস্টের ৭৬-১২ ব্রডওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্কের উদ্যোগে সম্মিলিত মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি সভা-অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
 
নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা এবং ২০ ফেব্রুয়ারি একুশের অনুষ্ঠানকে সফল ও সার্থক করার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাইদা আক্তার লিলি ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এবং সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
 
তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপন বড়ুয়া, মো. তাজুল ইসলাম, এ কে আজাদ তালুকদার, জহিরুল হক,  আজহার আলী খান, রুহুল আমিন সরকার, হানিফ মজুমদার, ইউছুফ আলী, গোলাম মোস্তফা ও গাজী সামসউদ্দীন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুস সবুর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সৈয়দ মিজান রহমান, প্রবাসী বেঙ্গলী খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি তাপস গোমেজ, সহ-সভাপতি চিত্রা রোজারীও, গাইবান্দা জেলা সোসাইটির সভাপতি শাহ্জাহান সরকার ও সাধারণ সম্পাদক রেজা রহমান, উল্লাপাড়া এসোসিয়েশনের  রুবেল হাসান মুন্সী, ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিশাত খান আজাদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

কোলাহল ও বায়োস্কপের যৌথ উদ্যোগে শর্ট ফিল্মস ফেস্টিভ্যালের ঘোষণা

স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ

শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অপটিমিস্টসের সৌজন্য সাক্ষাৎ 

যুক্তরাষ্ট্র বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

স্বাধীনতা দিবসে বাংলাদেশ সোসাইটির আলোচনা ও দোয়া মাহফিল

বন্দুকধারীদের গুলিতে নিহত ১৭৫ জন

লাল-সবুজের ভালোবাসায় মাখানো স্বাধীনতা দিবস

 
 
সম্পাদক: ইব্রাহীম চৌধুরী | Editor: Ibrahim Chowdhury