
নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা এবং ২০ ফেব্রুয়ারি একুশের অনুষ্ঠানকে সফল ও সার্থক করার বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাইদা আক্তার লিলি ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এবং সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপন বড়ুয়া, মো. তাজুল ইসলাম, এ কে আজাদ তালুকদার, জহিরুল হক, আজহার আলী খান, রুহুল আমিন সরকার, হানিফ মজুমদার, ইউছুফ আলী, গোলাম মোস্তফা ও গাজী সামসউদ্দীন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুস সবুর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সৈয়দ মিজান রহমান, প্রবাসী বেঙ্গলী খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি তাপস গোমেজ, সহ-সভাপতি চিত্রা রোজারীও, গাইবান্দা জেলা সোসাইটির সভাপতি শাহ্জাহান সরকার ও সাধারণ সম্পাদক রেজা রহমান, উল্লাপাড়া এসোসিয়েশনের রুবেল হাসান মুন্সী, ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিশাত খান আজাদ।