
এনবিসি ইউনিভারসাল, এলএলসি কপ ৩০ জানুয়ারি এক ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সন্দেহভাজন এক ব্যক্তি তার সেলফোন রেখে আসে রেস্টুরেন্টের বাথরুমের ভেতরে। যে রেস্টুরেন্টটি একই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অবস্থিত। এবং সেলফোনটি ক্রাশ হয় আনুমানিক বিকেল পৌনে ৬টায়।
আগুনের লেলিহান শিখা ভেন্টিলেট দিয়ে ছাদের ওপর দিকে ধাবিত হয়। খবর পাওয়ামাত্রই এফডিএনওয়াই সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান । প্রাণপণ চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তদন্ত চলছে বলে জানানো হয়েছে।