
২৬ জানুয়ারি দুপুরে ডেট্রয়েট সিটিহলে দুই শহরের মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডেট্রয়েট মেয়র মাইক ডুগান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুক্তির অধীনে ডেট্রয়েট সিটি ঢাকা সিটি কর্পোরেশন উত্তর’কে যে কোন ধরনের সহযোগিতা ও ভাল কার্যক্রমের মত বিনিময় করবে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেট্রয়েট সিটির ডেপুটি মেয়র টড. এ বেডিসন, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের সচিব মো: মাসুদ আলম সিদ্দিক, বাংলাদেশ আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এহসাম তাকবিম। মেয়র আতিকুল জানান, চুক্তি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা, নগর উন্নয়নসহ বেশ কিছু বিষয়ে ডেট্রয়েট সিটির সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ঢাকার মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে।
তিনি আরো বলেন, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এখন ডেট্রয়েট সিটির সিষ্টার সিটি হিসেবে কাজ করে বিভিন্ন উন্নয়ন ও ভাল বিষয়গুলি মত বিনিময়ের মাধ্যমে ডেট্রয়েট সিটির মতো উন্নত হবে। দুই সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় এক ইতিহাস রচিত হলো। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থায় শৃংখলা আনতে তারা ডেট্রয়েটের কৌশল প্রয়োগ করবেন। ডেট্রয়েট মেয়র মাইক ডুগান আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা সফর করবেন বলে ডেট্রয়েট সিটি অফিস সূত্রে জানা গেছে।