
স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন এ উপলক্ষে এক আলোচনায় তা প্রকাশ করেন। এতে সভাপতিত্ব করেন কানাডা প্রবাসী লেখক, গবেষক ও সাংবাদিক, বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও সমুদ্র অর্থনীতির অপার সম্ভাবনা নিয়ে সারগর্ব আলোচনা করেন কৃষিবিদ ড. আশরাফুল আলম। এছাড়া আলোচনায় অংশ নেন মশিউর রহমান।
কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন বলেন স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন বাংলাদেশে সমুদ্র অর্থনীতির লক্ষ্য অর্জনসহ দারিদ্র বিমোচন, অশিক্ষা দূর, চিকিৎসা সুবিধা লাভ ও উপকুলীয় ১৯ জেলার স্টেকহোল্ডারদের সাথে সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের "কোস্টাল ১৯" গ্রূপের সাথে একাত্ম হয়ে মাঠ পর্যায়ের তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেছে । তিনি আরো জানান বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোহাম্মদ আশিফ ফাজিল (সভাপতি) ইব্রাহিম ডোডো (ভিপি) ড. মুজাহিদ আলী সৈয়দ (ভিপি) ড. একরাম আজিম (যুগ্ম সচিব), মাসুদ রানা সরকার(কোষাধ্যক্ষ) ও মাহফুজ এনাম (আইটি সচিব) এর নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ে কতগুলো পরীক্ষামূলক প্রকল্প সম্পন্ন করেছে এ অ্যাসোসিয়েশন। বাংলাদেশে রোহিঙ্গা শরণাথীদের সহায়তা, যুবকদের দক্ষতা ও আত্মনির্ভরতার জন্য সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, দুস্থদের মধ্যে ছাগল বিতরণ, সুপেয় পানির জন্য নাইজিরিয়া ও বাংলাদেশে টিউবওয়েল বিতরণ, বাংলাদেশে দরিদ্রদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বন্যার্তদের জন্য ত্রান বিতরণ, চিকিৎসা সেবা প্রদান সহ নানাহ সেবামূলক কাজ করেছে এ অ্যাসোসিয়েশন।
উপস্থিত কৃষিবিদ ড. আশরাফুল আলম ২০০৮ সালে জাপানের ওকিনাওয়ার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণাকালে সামুদ্রিক মাছের জীবনের নিদিষ্ট পর্যায়ে সেক্স পরিবর্তন এর রহস্য উদ্ঘাটন এবং উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সর্বচ্ছ সন্মান প্রেসিডেন্ট পদকে ভূষিত হন. তিনি বাংলাদেশে সমুদ্র অর্থনীতির বিকাশে জলবায়ু সংকটের ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধ করার জন্য বৈশ্বিক দৃষ্টি আকর্ষণের উপর জোর দেন।