১৩ নভেম্বর রোববার বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার নির্বাচনের (২০২৩/২০২৪) ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি ও প্রধান নির্বাচন কর্মকর্তা দেলোয়ার জাহিদ।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিগত বছরে সোসাইটির কার্যক্রম পরিচালিত হয়েছে। আগামী ২৭ নভেম্বর এডমন্টনের পার্কডালে কমিউনিটি হলে অনুষ্ঠিতব্য সাধারণ সভাকে সামনে রেখে রোববার বিকেলে এক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি আহসান উল্লাহ। সভায় সংগঠনের কার্যক্রম, প্রকল্প, ও আর্থিক প্রতিবেদনের অনুমোদন দেয়া এবং অ্যাডভোকেট আরিফ খান এবং দেলোয়ার জাহিদ পরিচালিত নির্বাচনের ফলাফলকে অনুমোদন ও তা প্রকাশ করা হয়।
ম. লস্কর, সভাপতি, সুলতানা মজুমদার সহ-সভাপতি, চামেলী লস্কর সাধারণ সম্পাদক, সাইফুর হাসান কোষাধ্যক্ষ, অনিকা সুতিপ্রভা যোগাযোগ ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।